অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ১৭ জেলের জেল-জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২০ ভোর ০৪:২৪

remove_red_eye

৬৮০





বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে রবিবার সকালে ১৭ জেলেকে আটকের পর জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয় একটি ট্রলার ও ২০ কেজি ইলিশ।
মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ভোলার মেঘনা-তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ২ মাসের জন্য সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। রবিবার প্রথম দিনে ভোররাত থেকে নদীতে অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর তুলাতুলি এলাকায় মাছ ধরার দায়ে ১৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রায়হানুল ইসলাম আটকদের মধ্যে ১৪ জনকে এক বছর করে কারাদÐ, ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও বয়স বেশি হওয়ায় একজনকে অব্যহতি দেন। এছাড়া জব্দ করা মাছ এতিমখানায় বিলিয়ে দেয়া হবে।