তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুন ২০২৩ রাত ১১:৫২
৪০৮
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়নে বর্তমান ও সাবেক দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। স্থানীয়রা আহতদের ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
চাচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, লালমোহন উপজেলার হরিগঞ্জ বাজারের আওয়ামীলীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে শনিবার। এঘটনায় জড়িতরা চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানের বাসায় অবস্থান নেয়। বিষয়টি স্থানীয় আওয়ামীলীগ’র নেতাকর্মিরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এদিকে রবিবার দুপুর আড়াইটায় চাঁচড়ার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মনির মিয়ার মেয়ে ও স্কুল শিক্ষিকা মোহনা আক্তার রিক্সা যোগে বাসায় যাওয়ার পথে হান্নান চেয়ারম্যানের সমর্থক ও বিএনপি কর্মি গিয়াস উদ্দিন ও জাকির তার গতিরোধ করে। এসময় তাকে লাঞ্চিত করে বলে তিনি অভিযোগ করেন।
এসব ঘটনাকে কেন্দ্র করে দুই চেয়াম্যানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হান্নান চেয়ারম্যানের সমর্থকরা রাস্তায় গাছ ফেলে যাতায়াত বন্ধ করে দেয়। স্থানীয়রা জানায়, পূর্ব থেকে হান্নান চেয়ারম্যানের বাড়িতে অবস্থানরত বহিরাগত লোকজনও সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় প্রতিপক্ষের গুলিতে কাদের পন্ডিতের ছেলে নাজিম উদ্দিন গুলিবিদ্ধ হয়। এছাড়াও আব্বাস মোল্লা (৪৫), তারেকুর রহমান (৩২), মতিন (৩০), কামরুল ইসলাম (২৮) কে আহত অবস্থায় তজুমদ্দিন হাসপাতালে আনা হয়। পরে গুলিবিব্ধ নাজিম ও আহত আব্বাস কে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইঞ্জিনিয়ার আবু নোমানের অনুসারী ও চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান ও তার বড় ভাই মিজানুর রহমান টিপু অভিযোগ করেন, রবিবার দুপুর ১২ টায় দিকে স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মী তার বাড়িতে হামলা চালায়। প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার জের ধরে বিকালে দ্বিতীয় দফা হামলা চালিয়ে তাদের বাড়ি ও আশপাশের ১৫টি বসত ঘর, ৭টি দোকান ও একটি ইঞ্জিন চালিত রিকশা ভাংচুর করা হয়। বাচ্চু, মনজু, ভুট্টো, ইউসুফ সিকদারসহ তাদের ১২ জন আহত হয়েছে। আক্রমন থেকে বাঁচতে বাড়ির লোকজন ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যায়।
এ অভিযোগ অস্বীকার করে চাচড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, দক্ষিণ চাচড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের বর্ধিত সভার জন্য স্থান পরিদর্শনে যান নেতাকর্মীরা। এ সময় হান্নানের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে ৮নং ওয়ার্ডের মেম্বার আব্বাস মোল্লা, শরীফ, সৌরভ, সোহান, আবদুল হক, ছোটন ও ৬নং ওয়ার্ডের মেম্বার মো. ফিরোজকে আহত করে। এর মধ্যে গুরুতর আহত আব্বাস মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। ৩টা মোটর সাইকেল ভেঙ্গে পানিতে ফেলে দিয়েছে। তিনি হান্নানের বাড়িতে হামলার কথা অস্বীকার করেছেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়েছি। গুলিবিদ্ধ একজনসহ ৫ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ভোলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি তদন্ত করছেন। তদন্তের মাধ্যমে কারা উস্কানি দিচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক