অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে দেড় লাখ মিটার জালে অগ্নিসংযোগ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মার্চ ২০২০ ভোর ০৪:২১

remove_red_eye

৬১০







চরফ্যাশন প্রতিনিধি :  ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী রবিবার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে  মাছ শিকারের দায়ে ৬টি নৌকাসহ  ৮ জেলেকে আটক করেছে। এসময়  বিভিন্ন প্রজাতের ১০০ মন ছোট মাছ  ও দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে জব্দকৃত  মাছ গুলো কোস্টগার্ড চরকচ্ছপিয়া অফিসের সামনে দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয়েছে  এবং জব্দ জাল গুলোতে অগ্নি সংযোগ করা হয়েছে। আটক জেলেদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেছেন। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যয় আশ্রম মৌসুম। এ মৌসুমে মেঘনা ও তেতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।