অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ট্রলার ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:৩৪

remove_red_eye

৮৮৯

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশায় ট্রলার ডুবির ঘটনায় মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভোলা জেলা প্রাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ট্রলার ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মুজাহিদুল ইসলাম কে প্রধান করে ম্যাজিষ্ট্রেট মো: জাহিদসহ ২ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা ৩ দিনের মধ্যে ট্রলার ডুবির ঘটনায় কারো কোন অবহেলা বা সমস্যা ছিলো কি না তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন।
উল্লেখ্য, গত রবিবার সকালে ভোলার চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুরের তোফায়েল মাঝির এমভি আম্মজান ট্রলার ২৪ জেলেসহ একটি ট্রলার চাঁদপুর থেকে মাছ বিক্রি করে ভোলার চরফ্যাসনে ফিরছিলো। কিন্তু রবিবার সকালে ভোলা ইলিশা রাজাপুর এলাকার উত্তাল মেঘনা নদীতে ওই ট্রলার উল্টে ডুবে যায়। ওই সময় ১০ জেলে জীবিত উদ্ধার হয় এবং ওই দিন রাতেই কোষ্টগার্ড ট্রলারসহ ১ জেলের মৃতদেহ উদ্ধার করে। এর পর সোমবার রাত সাড়ে ৯টায় বরিশালের মেহেন্দিগঞ্জের মেঘনার বাহাদুরপুর রোকনদি এলাকা থেকে পুলিশ ও কোস্টগার্ড যৌথ চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেছে।