অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কিশোর কিশোরীদের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ রাত ০৮:৫৭

remove_red_eye

৩২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা দৌলতখান উপজেলার উত্তর জয়নগের কৈশর কর্মসুচির অওতায় কিশোর কিশোরিদের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জুন বৃহস্পতিবার সকালে পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের সাংস্কৃতি ও ক্রীড়া কর্মকান্ডের কৈশর কর্মসুচির আওতায় জয়নুল আবদীন ল্যাবরেটরি হাই স্কুলে গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ কর্মসুচির অয়োজন করে।
স্কুল হলরুমে পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর।
অতিথি ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক নিজাম উদ্দিন পিন্টু। বক্তব্য রাখেন উপ পরিচালক আহসান উল্লাহ, সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ আলমগীর হোসেন, ও প্রোগ্রাম অর্গানাইজার ডাঃ মানসুর। সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক (শারীরীক)  মোঃ মফিজুল ইসলাম বাবুল।
কিশোরীদের মধ্যে ম্যারাথন দৌড়ে প্রথম স্থান অধিকার করেন আফরিন জাহান ও কিশোরের মধ্যে মোঃ শরীফ হেসেন। বিজয়িদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরন ছাড়াও সামাজিক কাজের সিকৃতি স্বরুপ বিভিন্ন ক্লাবের সদস্যদের  সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরন করা হয়। দৌড়ে শতাধিক কিশোর কিশোরী  অংশ নেয় ।