অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পিএসজিতে মানিয়ে নিতে পারেননি ; মেসির স্বীকারোক্তি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

১৫৩

২০২১ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আসার পর সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে তার এবং পুরো পরিবারেরই সমস্যা হয়েছে বলে স্বীকার করেছেন লিওনেল মেসি।
প্যারিসে দুই বছরের  সময়টা মোটেই ভাল যায়নি সাবেক এই বার্সেলোনা তারকার। বিশেষ করে এই দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হতাশাজনক পারফরমেন্সে মেসিকে সমর্থকদের দুয়ো ধ্বনিও শুনতে হয়েছে। এ সময় অবশ্য সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের পূর্ণ সমর্থন পেয়েছেন মেসি।
চলতি মৌসুমের পরে মেসির সাথে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার কথা ছিল। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই তারকা প্যারিসের জায়ান্টদের সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন। গত ৭ জুন তিনি মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামিতে যাবার ঘোষনা দিয়েছেন।
এই দুই মৌসুমে পিএসজির হয়ে ৩২ গোল করা ছাড়াও ৩৫টি এ্যাসিস্ট রয়েছে মেসির। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে দলকে সামনে এগিয়ে নিতে ব্যর্থতাই মূলত মেসির প্রতি সমর্থকদের রাগের মূল কারন। সব মিলিয়ে পিএসজিতে দুই বছরের অভিজ্ঞতা নিয়ে মেসি বলেছেন, ‘প্যারিসে আসার পর থেকেই আমি বেশ কঠিন সময় পার করেছি। এতটা আমি প্রত্যাশা করিনি। এমনকি কিছু কিছু সতীর্থ আমার পরিচিত হলেও তাদের সাথেও মানিয়ে নিতে পারিনি। নতুন ক্লাব, নতুন পরিবেশ, নতুন স্টাইল, নতুন সতীর্থ, নতুন শহর, দেরীতে দলে যোগ দেয়া- সব মিলিয়ে আমার ও আমার পরিবারের জন্য বিষয়টা মোটেই সহজ ছিলনা।’
তবে এখানে আগমনকালে পাওয়া স্বাগত সম্ভাসনটা   বেশ চমৎকার ছিল বলে মেসি স্বীকার করেছেন। এসময় তিনি আরো বলেন, ‘এখানকার মানুষ আমার সাথে ভিন্ন ধরনের আচরণ করতে শুরু করে। বিশেষ করে প্যারিসের সমর্থকদের একটি অংশের আচরণে আমি অবাক হয়েছি। সমর্থকদের একটি বড় অংশ আমাকে ভালভাবে মেনে নিতে পারেনি। এ ধরনের বিষয় ঘটবে তা কল্পনাও করিনি। এর আগে এমবাপ্পে ও নেইমারের সাথেও একই ঘটনা ঘটেছে। তারা এটাকে কিভাবে সামাল দিয়েছে সে সম্পর্কে আমরা ধারনা ছিল। যারা আমাদের শ্রদ্ধা করেছে তাদের আমি সবসময় মনে রাখবো। আমি এখানে আসার পর প্রত্যেককে সবসময়ই শ্রদ্ধার চোখে দেখেছি। এভাবেই সব শেষ হয়েছে, এটি একটি উপাখ্যান।’
পিএসজির হয়ে দুই মৌসুমে দুটি লিগ শিরোপা ও ফরাসি সুপার কাপ জয় করেছেন মেসি। পিএসজি ছাড়ার পর বার্সেলোনায় ফিরে আসা নিয়ে তুমুল গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত মেসি মিয়ামিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ধারণা করা হচ্ছে আগামী ২১ জুলাই লিগ কাপে মেক্সিকান দল ক্রুজ আজুলের বিরুদ্ধে মেসির ইন্টার মিয়ামিতে অভিষেক হতে যাচ্ছে।

সুত্র বাসস