অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ রাত ০৯:২৬

remove_red_eye

২৯১

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

শুক্রবার সকাল ৯ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে ও উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান পালিত হয়।

আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেনে মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত একেএম শাহজাহান মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, হাজিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, হাজিরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।