অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুন ২০২৩ রাত ০৯:২৪

remove_red_eye

৩৯৭

তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজেরর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের পদোন্নতি জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সুমনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইসতিয়াক হাসান। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, কলেজের ইংরেজী প্রভাষক সুমন প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের প্রভাষক, কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।