অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মৎস্য পরামর্শ কেন্দ্রের সহযোগিতায় ভাগ্য বদলে গেছে পাঁচ শতাধিক চাষির


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২২শে জুন ২০২৩ রাত ১০:২২

remove_red_eye

২৩৮

অচিন্ত্য মজুমদার: ভোলায় মাছ চাষে পাঁচ শতাধিক মানুষের ভাগ্য বদলে গেছে। কর্মহীন বেকার অনেকেই মাছ চাষ করে এখন স্বাবলম্বী। তারা সবাই এখন সচ্ছল জীবনযাপন করছেন। তাদের দেখে প্রতিনিয়ত কেউ না কেউ মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন। তারাও হচ্ছেন সফল। আর এ সফলতার গল্পের পেছনে রয়েছে ওই এলাকার মাছ চাষ সেবা ও পরামর্শ কেন্দ্র। এ কেন্দ্রের মাধ্যমে মাছ চাষিরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে রোগবালাই নিরসন ও নিরাপদ মাছ উৎপাদনে সার্বিক সহযোগিতা পাচ্ছেন। যার ফলে খুব সহজেই যে কোন সমস্যার সমাধান পাচ্ছেন তারা। গত ছয় মাসে এই সেবা কেন্দ্র থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ শতাধিক মাছ চাষী সেবা গ্রহণ করেছে। এতে করে একদিকে যেমন মাছের উৎপাদন বেড়েছে অন্যদিকে বেড়েছে এখানকার জনগোষ্ঠীর আয়-বাণিজ্য।
সরেজমিনে জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে গিয়ে জানা গেছে ওই এলাকার বহু মানুষ মাছ চাষ করে তালের ভাগ্য বদলে ফেলেছেন। এসময় কথা হয় সেখানকার মাছ চাষি মোঃ রুবেলের সাথে। তিনি প্রথমে ছোট আকারের একটি পুকুরে এক লাখ টাকা খরচ করে মাছ চাষ শুরু করলেও এখন তার ৬টি মাছের খামার। এসব খামার থেকে স¤প্রতি ১০ লাখ টাকার মাছ বিক্রি করেছেন তিনি।  
চাষি রুবেল বলেন, মাছ চাষ করে এখন তিনি লাভবান। প্রথম দিকে যখন মাছ চাষ শুরু করেন তখন নানা রোগে আক্রান্ত হয়ে মাছ মরে যেতে শুরু করে। তখন ভয় পেয়ে মাছ চাষ ছেড়ে দেয়ার উপক্রম হয়। এসময় মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্রে মাছ চাষের পুকুররে পানি নিয়ে গিয়ে পানির গুণাগুণ পরীক্ষা করার পাশাপশি অসুস্থ এবং মৃত মাছ নিয়ে গিয়ে রোগের কারণ ও প্রতিকার জানতে পারি। এরপর তাদের পরামর্শ অনুযায়ী পুকুরে নির্দিষ্ট পরিমাণে ঔষধ সহ অন্যান্য উপকরণ ব্যবহার করায় প্রথম বছরই আশার আলোদেখি। শুধু নিজেই সফল হননি রুবেল। তার মাছের খামারে কর্মসংস্থান হয়েছে এলাকার বহু মানুষের। পাশাপাশি তার সফলতা দেখে এলাকার অনেকে এখন মাছ চাষ শুরু করেছেন।

এসময় কথা হয় ওই এলাকার মাছ চাষি মোঃ আলমগীর হোসেন ও মোঃ কবির মিয়ার সাথে। তারাও একই কথা বলেন,  বিভিন্ন সময় মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্রে গিয়ে পি.এইচ মিটার ও রিফ্রাক্টোমিটারের মাধ্যমে পুকুরের পানির গুনাগুন, লবনাক্ততা ও অক্সিজেন পরীক্ষা করে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি প্রতিকার পেয়েছেন। এতে করে তাদের মৎস্য খামারে কোন ধরনের রোগ বালাই ছাড়াই তারা মাছ উৎপাদন করতে পারছে।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে পিকেএসএফ-এর সমন্বিত কৃষি ইউনিটের আওতায় পরিবার উন্নয়ন সংস্থা প্রথমবাররে মতো ভোলার চরফ্যাশনে মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্র স্থাপন করে। গত ছয় মাসে ওই সেবা কেন্দ্র থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৫ শতাধিক মাছ চাষী সেবা গ্রহণ করেছে। এমনকি পরামর্শ কেন্দ্রের হটলাইন নম্বরে ফোন দিয়ে মাছ চাষিরা সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা মাছ চাষ সংশ্লিষ্ট প্রয়োজনীয় পরামর্শ নিতে পারছে। এর ফলে এই অঞ্চলে নিরাপদ মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্য উৎপাদনের কাংক্ষিত লক্ষ্য অর্জতি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পরিবার উন্নয়ন সংস্থার সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা মেহেদী আজম জানান, মাছ চাষ অত্যন্ত লাভজনক ব্যবসা হলেও অভিজ্ঞতার অভাব, রোগবালাই, সঠিক দিকনির্দেশনার অভাব ও প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ায় মাছচাষিদের অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয়। যা মৎস্য সেক্টর তথা দেশের অর্থনীতিতে বড় নেতিবাচক প্রভাব ফেলে। এসব বিষয় বিবেচনা করে চাষিদের পাশে থেকে মাছ চাষের আধুনিক কলাকৌশল সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা দেওয়া, মাছের রোগবালাই নিরসনে সহযোগিতা করা, মাছের মড়ক দেখা দিলে মাছের মড়কের উৎকৃষ্ট কারণ খুঁজে বের করা এবং তার সমাধান দেওয়াসহ আধুনিক মৎস্য চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গত ছয় মাস ধরে পরিবার উন্নয়ন সংস্থা উপক‚লীয় প্রান্তিক চাষীদরে জীবন মান উন্নয়নরে পাশাপাশি সদস্যদরে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মৎস্য সবো ও পরামর্শ কন্দ্রের কার্যক্রম শুরু করে। ফলে খুব সহজেই মৎস্য চাষের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের তথ্য পাওয়ায় মাছচাষিরা ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে। এতে করে মাছ চাষের প্রযুক্তি সেবা আরো বেগবান হওয়ায় একদিকে যেমন প্রান্তিক চাষীদের মাছের উৎপাদন বাড়ছে অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এই খাতে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল্যাহ জানান, মাছ চাষের ক্ষেত্রে দেশের অন্যান্য জেলার চেয়ে ভোলা এখনো অনেক পিছিয়ে আছে। একে অগ্রসর করতে হলে চাষীদের প্রযুক্তিগত সহযোগিতা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই কাজটি পরিবার উন্নয়ন সংস্থা মৎস্য সেবা ও পরামর্শ কেন্দ্রর মাধ্যমে শুরু করেছে। এর সাথে মৎস্য অধিদপ্তরও চাষিদের সব ধরনের সহযোগিতা করে আসছে। তিনি আরো বলেন, মাছ চাষিরা অধিকাংশ সময় বিভিন্ন ঔষধের দোকান থেকে পরামর্শ নিয়ে থাকেন। যার ফলে অনুমান নির্ভর এসব পরামর্শে চাষিরা অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো এভাবে এগিয়ে আসলে মাছ চাষে বিপ্লব ঘটবে। পাশাপাশি সম্ভাবনাময় এই খাতের আরো প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।





দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

আরও...