অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিন পৌর এলাকায় খাজনামুক্ত কোরবানীর পশুর হাঁট


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জুন ২০২৩ রাত ১০:১৩

remove_red_eye

২৩৩

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনগণের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে গত তিন বছরের ন্যায় এবারও সম্পূর্ণ খাজনামুক্ত পশুর হাঁট ঘোষণা করা হয়েছে।

বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম এ ঘোষণা দেন।
এর ফলে আজ(২৩ জুন)বৃহস্পতিবার থেকে সরকারি আব্দুল জব্বার কলেজ মাঠে কোরবানীর পশুর হাঁটে পশু বিক্রি শুরু হয়েছে।
ক্রেতা এবং বিক্রেতা কোন ঝামেলা ছাড়া তাদের কোরবানির পশু ন্যায্য দামে
ক্রয় এবং বিক্রয় করতে পারবে।
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় থেকে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশনায় খাজনা মুক্ত কোরবানীর পশুর হাঁট বসছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জনগণের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সংসদ সদস্যের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।