অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিদায়ী পুলিশ সুপারের সাথে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের স্মারক সন্ধ্যা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে জুন ২০২৩ রাত ১১:৩৪

remove_red_eye

২৫২





বাংলারকণ্ঠ প্রতিবেদক : ভোলা থেকে সদ্য বদলি হওয়া পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমকে ভোলা প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামের সাথে এক স্মারক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।  ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক সন্ধ্যায় উপস্থিত  ছিলেন, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সাবেক সভাপতি আবু তাহের, বর্তমান সাধারণ স¤পাদক অমিতাভ রায় অপু, সহ সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন সুলতান, সহ সাধারণ স¤পাদক হোসাইন সাদী, ভোলা সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান, এসএ টিভি ও নয়াদিগন্তের সাংবাদিক অ্যাডভোকেট শাহদাত হোসেন শাহীন, বাংলাদেশ প্রতিদিনের জুন্নু রায়হান, জনকণ্ঠ ও মাছরাঙা টিভির হাসিব রহমান, সময় টিভি ও সমকালের  নাসির লিটন, এনটিভির আফজাল হোসেন, একাত্তর টিভির কামরুল ইসলাম,  মানব জমিনের মনিরুল ইসলাম, একুশে টিভির  মেজবাহ উদ্দিন শিপু, এটিএন বাংলার এম ছিদ্দিকুল্লাহ, জিটিভির এম. হেলাল উদ্দিন, মনির সাজওয়াল, মোহনা টিভির জসিম রানা, চ্যানেল টুয়ান্টি ফোরের আদিল হোসেন তপু, মাই টিভির আরিফ হোসেন লিটন, কালের কণ্ঠের ইকরামুল আলম,যমুনা টিভির জুয়েল সাহা, মনিরুল ইসলাম, সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকরা বিদায়ী পুলিশ সুপারের ভুয়সী প্রশংসা করে জানান, তিনি  ভোলায় ১ বছর ৯ মাস কর্মরত ছিলেন। এই দীর্ঘ সময় জুড়ে মানুষের সেবা করে গেছেন। অতি সাধরণ মানুষও এসপি সাইফুল ইসলামের সাথে দেখা করতে পেরেছেন। নালিশ জানাতে পেরেছেন। এক কথায় নিরীহ নিরপরাধ সাধারণ মানুষ তার কাছ থেকে প্রকৃত সেবাটা পেয়েছেন। এসময় সাংবাদিকরা বিদায়ী পুলিশ সুপারের চাকরির ক্ষেত্রে উন্নতি এবং সুস্থ সুন্দর দর্ঘায়ু কামনা করেন। পরে পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ভোলা একটি দ্বীপজেলা হলেও শান্তিপূর্ণ জেলা। এখানে অপরাধ প্রবণতা খুবই কম। এখানকার মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল।  পুলিশ সুপার বলেন ভোলায় যোগদানের পর তিন বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু সবগুলো বাস্তবায়ন না হলেও কিছু কিছু কাজ তিনি করে গেছেন। তিনি বলেন - পুলিশ জনগণের বন্ধু। আর পুলিশের বন্ধু সাংবাদিক।  মাঠ পর্যায়ে কাজ করতে গেলে পুলিশের সাথে সাংবাদিকদের দেখা হয়। সাংবাদিকদের কাছ থেকেও পুলিশ অনেক সময় তথ্য পেয়ে থাকে। এজন্য সাংবাদিকদের সাথে পুলিশের সুস¤পর্ক থাকা জরুরি বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পরে ক্লাবের পক্ষ থেকেপুলিশ সুপার মোঃ সাইফুল ইসলামকে ফুল ও স্মারক গ্রন্থ উপহার দেওয়া হয়।