অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবীতে মানববন্ধন ও র‌্যালী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:৩৬

remove_red_eye

৬৩৩

লালমোহন প্রতিনিধি :ভোলার লালমোহনে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবীতে মাববন্ধন, র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা চত্ত¡রে লালমোহন প্রেসক্লাব ও লালমোহন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মাববন্ধন, র‌্যালী শেষে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। লালমোহন প্রেসক্লাব সম্পাদক মো. জসিম জনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম শাহাবুদ্দিন, প্রকল্প কর্মকর্তা অপূর্ব দাস, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার প্রমূখ। এছাড়া বেলা ১১ টায় লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা দিনটি স্মরণে ক্যাম্পাসে র‌্যালী অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলবাসীর জন্য স্মরণীয় দিন। এদিন বাংলাদেশের উপকূলের উপর দিয়ে বয়ে যায় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। যার নাম ছিল ‘ভোলা সাইক্লোন’। এই ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড করে দেয় উপকূল। ওই ঘূর্ণিঝড়ে প্রায় পাঁচ লাখ লোকের প্রাণহানী ঘটে। সবেচেয় বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলা জেলা। ১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ংকরী এ ঘূর্ণিঝড় স্মরণে দিনটিকে ‘উপকূল দিবস’ ঘোষণার প্রস্তাব করা হয়েছে।