অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ১৫ দিনেও অজ্ঞাত লাশের পরিচয় মিলেনি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:৫২

remove_red_eye

৯৩২


তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের চরজহিরউদ্দিনের নিশ্চিন্তপুর সংলগ্ন মেঘনা নদীতে পাওয়া অজ্ঞাত পুরুষ লাশ উদ্ধারের ১৫ দিন অবিহিত হলেও এখনো লাশের পরিচয় ও স্বজনের সন্ধান মিলেনি।
 থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, অনুমান ২৮ বছর বয়সী অজ্ঞাত পুরুষ লাশ উদ্ধারের পর অপমৃত্যু মামলা শেষে ছবি ও আলামত বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ময়না তদন্ত ও ডিএনএ সংরক্ষণের পর ভোলা আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই সানাউল্লাহ জানান, ১৩ ফেব্রæয়ারী সকালে চরজহিরউদ্দিনের বড়মলংচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর ৯০ নং কলোনী সংলগ্ন মেঘনার তীর থেকে  ভাসমান অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশের গায়ে ছিল হলুদ রংয়ের হাফহাতা পুরানো গেঞ্জি, ভিতরে সাদা পুরানো সেন্টুগেঞ্জি ও বাম হাতে ঘড়ি। মামলা নং ০২/২০২০।