অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বিদেশ ফেরৎ নারী শ্রমিকদের খবর কেউ রাখে না


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ১০:২১

remove_red_eye

৩০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক: একটু স্বচ্ছলতা আর ভাল থাকার আশায় বিদেশ গিয়ে চরম নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে  আসেন অনেক নারী শ্রমিক। এদের বেশিরভাগ নারী দেশে এসে আরও অস্বচ্ছল হয়ে পড়ছেন। অনেকে আবার সংসার হারিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু কেউ তাদের খবর রাখে না। এমনই তথ্য উঠে এসেছে  বিদেশ থেকে ফিরে আসা নারী শ্রমিকদের পূনর্বাসনে কর্ম পরিকল্পনা নির্ধারণ এবং অবহিতকরণ সভায়।

সোমবার সকাল ১০ টায় ভোলা সদর উপজেলা পরিষদের হলরুমে উন্নয়ন সংস্থা আভাস এই অবহিত করণ সভার আয়োজন করেছে।  সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। আভাস এর ওয়ার্কিং গ্রুপ সভাপতি ও জেলা রেডক্রিসেন্ট এর সম্পাদক আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা এসিল্যান্ড মোঃ আলী সুজা, সদর উপজেলা ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা জনশক্তি কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী এবং সমাজ উন্নয়ন কর্মীবৃন্দ।
আভাস এর ভোলা জেলা কর্মকর্তা রাম প্রসাদ এর সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এসময় জেলা জনশক্তি দপ্তরের কর্মকর্তা মো: সামসুল ইসলাম জানান, কর্ম সংস্থানের উদ্দেশ্যে যারা বিদেশ গিয়েছেন তাদের তালিকা রয়েছে। কিন্তু বিদেশ থেকে ফেরৎ আসা প্রবাসীদের কোন তথ্য তাদের কাছে নেই। তিনি আরও জানান, বিদেশ গিয়ে প্রতারিত, নির্যাতিত বা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসা প্রবাসীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত প্রবাসীরা তাদের কাছে না এলে তারা কোন সহায়তা দিতে পারেন না। এ ধরণের প্রবাসীদের সহায়তা করারা জন্য সরকার বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
সভায় বক্তারা বলেন, ভাগ্য বদলের আশা নিয়ে যে সকল নারী বিদেশ যাচ্ছেন বিশেষ করে মধ্য প্রাচ্যের দেশগুলোতে যাচ্ছেন তাদের অনেকেই শারীরিক,  মানসিক এবং আর্থিক নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসেন। দেশে এসে তারা আরও বেশি বিপদে পড়েন। অনেকে অর্থ সম্পদ, ইজ্জত আব্রু সব হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। কেউ কেউ মাসিক রোগে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবন যাপন করেন।
আভাস কর্মকর্তা জানান, সুইজারল্যান্ড এর আর্থিক সহযোগিতা এবং ব্রাক এর সহায়তায় এসব প্রবাসী নারীদের পূনর্বাসনের জন্য কাজ শুরু করেছে আভাস। ইতো মধ্যে তারা ভোলা সদর এবং চরফ্যাশন উপজেলায় ৬৫ জন নারীর সন্ধান পেয়েছে। ভোলায় এ ধরণের ৯০০ নারীকে এই প্রকল্পের আওতায় সহায়তা করা হবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।