অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ১০:১১

remove_red_eye

৩১৫

তজুমদ্দিন প্রতিনিধি:  ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। তজুমদ্দিন থানা পুলিশের উদ্যোগে সোমবার দুপুর ১২টায় থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, ভোলা) রিপন চন্দ্র সরকার,  সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, মেহেদী হাসান মিশু, নুরুন্নবী শিকদার বাবুল, মো: রাসেল মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক সাদী প্রমূখ।

এসময় বক্তাগন বলেন, সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
তজুমদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ তাকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন। পরে পুলিশ সুপার তজুমদ্দিন থানার আঙ্গিনায় ফলজ চারা রোপণ করেন।