অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ০৯:০৬

remove_red_eye

৩০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: সবুজে সাজাই বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ইউনুস।
সোমবার সকালে ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুল মাঠে প্রকৃতি ও জীবন ক্লাব ভোলা এর  উদ্যোগে ফলজ বনজ ঔষধি সহ বিভিন্ন প্রজাতির ২৫০টি চারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
বৃক্ষ রোপন কর্মসুচিতে বিশেষ অতিথি ছিলেন, ভোলা সদর মডেল থানার অফিসার্স ইনচার্য শাহীন ফকির,(বিপিএম) ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবদুল হাই মাস্টার, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেস্টা ও জীবন পুরান আবৃত্তি একাডেমির পরিচালক মোঃ মশিউর রহমান পিংকু, ব্যাংকেরহাট কো-অপারেটিভ হাই স্কুলের স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী চ্যানেল আই জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশীদ প্রমূখ। সহযোগিতায় ছিলেন সাংবাদিক মোঃ মঞ্জু ইসলাম।
বৃক্ষ রোপন কর্মসুচিতে অতিথিরা পরিবেশ রক্ষায় ও দুষন মুক্ত বাতাশ গ্রহন ও সুস্থ্যভাবে  বেচে থাকার প্রয়োজনে বৃক্ষরোপনে সবাইকে এগিয়ে আসার অহবান জানান।