অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুন ২০২৩ রাত ০৯:০৩

remove_red_eye

২৭৮

তজুমদ্দিন প্রতিনিধি: দৈনিক মানবজমিন ও ৭১ টেলিভিশনের  জামালপুর জেলার বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানির নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমৃলক শাস্তির দাবিতে ভোলার তজুমদ্দিনে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। তজুমদ্দিন সাংবদিক ইউনিয়নের উদ্যোগে  সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদি, তজুমদ্দিন প্রেসক্লাব সাধারণ এম নুরুন্নবী,সহ সভাপতি ফরিদ উদ্দিন  তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়ন সভাপতি সেলিম রেজা, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক আবদুল হালিম, রিপোর্র্টস ইউনিয়ন সাধারন সম্পাদক সাদির হোসেন রাহিম, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন, সহ-সভাপতি এটিএম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক  ইলিয়াছ সানি, অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক তানজিল, সাংবদিক তামিম মান্নান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টামৃলক শাস্তি ও সারাদেশে সাংবাদিক নির্যাতন সরকারকে পদক্ষেপ নিতে হবে। এজন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও দাবী জানান তারা।