অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:৪৪

remove_red_eye

৬৯৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায়  শুদ্ধসুরে  জেলা পর্যায়ে দলগত জাতীয় সংগীত পরিবেশন  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে  জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায়  ভোলা জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় মাধ্যমিকে পর্যায়ে বোরহানউদ্দিন উপজেলা ইউসিএস মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিকে বোরহানউদ্দিন উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে  চরফ্যাশন সরকারি কলেজ জেলা পর্যায়ের প্রতিযোগীতায় প্রথম হয়েছেন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আতাহার মিয়া। এসময় উপস্থিত ছিলেন ভোলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজয়ানা চৌধুরী ও নুসরাত ফাতেমা,সংগীত শিল্পী সাথী করনঞ্জই, জেলা কালচারাল অফিসার মো:  তানভির আহমেদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।