অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় প্রাথমকি শিক্ষা শক্তিশালীকরণে শিক্ষক সেবিকা সম্মেলন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪৬

remove_red_eye

৬৭৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ঝড়ে পড়া হ্রাস  করার লক্ষ্য নিয়ে ভোলায় বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে প্রাথমকি শিক্ষা  শক্তি শালীকরণ কর্মসূচরি আওতায় শিক্ষা  সেবিকা  সম্মেলন  ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার জেলে পরিষদ  মিলনায়তনে অনুষ্ঠতি র্কমশালায় প্রধান অতিথি হিসাবে  উপস্থতি ছিলেন  জেলা  প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। আশার ইভিপি সুমন আহমেদ এর সভাপত্বিতে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান,ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন - আশার এসিস্ট্যান্ট ডিরেক্টর সুমন কর্মকার,ডিভিশনাল ম্যানেজার আবু খালেদ রাজু প্রমুখ।
কর্মশালায় বক্তরা জানায়, আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করনের লক্ষ্য নিয়ে  দেশের স্কুল থেকে ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরনের  কর্মসূচী সম্পূর্ন নিজেস্ব অর্থায়নে পরিচালনা করছে। এর মাধ্যমে  নিন্মবিত্ত,নিন্ম মধ্যবিত্ত, ও সুবিধা বঞ্চিত  পরিবারের  শিক্ষার্থীদের  বিদ্যালয়ের  দেয়া পাঠ আয়ত্ত করতে সরকারের প্রাথমিক শিক্ষার পাশাপাশি  সহায়তা করে আসছে। ভোলা জেলার ১৮৫টি শিক্ষা  কেন্দ্রের  মাধ্যমে প্রায় ৫৫৬০জন শিক্ষার্থী  এ সুবিধা পাচ্ছেন বলে জানায়। কর্মশালায় শতাধিক শিক্ষা সেবিকা সম্মেলনে অংশ গ্রহন করেন।