অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পুলিশের ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৩ রাত ১২:২৬

remove_red_eye

৫৩৮

মলয় দে:  ভোলায় জেলা পুলিশের আয়োজনে শুরু হলো ভোলা জেলা পুলিশ ফুটবল প্রিমিয়ার লীগ। শনিবার ১৭ ই জুন  বিকেলে পুলিশ লাইন মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম। এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের সরকারী দায়িত্ব সুষ্ঠ ও সুন্দর ভাবে পালনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। উদ্বোধনী এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসনিক) মোঃ আসাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম.হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার প্রণয় রায় ডি আই ও-১ খায়রুল আলম, ওসি ডিবি এনায়েত হোসেন,সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির সহ তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের পুলিশ সদস্যবৃন্দ। পুলিশ ফুটবল প্রিমিয়ার লীগের উদ্বোধনী ম্যাচে  সাউদার্ন পাইরেটস, (সদর সার্কেল) বনাম রয়েল আইল্যান্ডর্স, (পুলিশ লাইন্স) এর মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে সাউদার্ন পাইরেটস, (সদর সার্কেল) এর বিপক্ষে রয়েল আইল্যান্ডর্স, (পুলিশ লাইন্স) ৪-০ গোলে বিজয়ী হয়। খেলার প্রথমার্ধে রয়েল আইল্যান্ডারর্স প্রতিপক্ষের জালে ১ গোল জড়িয়ে এগিয়ে যায়।পরে দ্বিতীয়ার্ধে রয়েল আইল্যান্ডার্স আরো ৩ গোল করে তাদের বিজয় সুনিশ্চিত করে। জানা যায়, লীগটিতে ২টি গ্রুপে ভোলা সদর সহ কয়েকটি থানার মোট ৮টি দল অংশগ্রহণ করছে।দলগুলো হলো রেড রেঞ্জার্স (পুলিশ অফিস), রয়েল আইল্যান্ডর্স, (পুলিশ লাইন্স), ব্রেভ লিজাডর্স, (ডিবি/ডিএসবি), লিভিং টাইটান্স,(ট্রাফিক/কোর্ট), সাউদার্ন পাইরেটস, (সদর সার্কেল), ডিয়ার হান্টার্স, (তজুমদ্দিন সার্কেল), ব্লু এঞ্জেলস, (লালমোহন সার্কেল) ও টাওয়ার মাস্টার্স, (চরফ্যাশন সার্কেল)। প্রতিদিন বিকেল ৪টা থেকে পুলিশ লাইন মাঠে লীগের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে।