বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ রাত ১০:০৩
৬১৬
বাংলার কন্ঠ প্রতিবেদক: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন ভোলার মেধাবী শিক্ষার্থী মোঃ আল আমিন। তিনি ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ১৫ই মে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৩ ইং সনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করে। সেই ফলাফলে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন ভোলার এই মেধাবী শিক্ষার্থী। বিটিইবি'র ওয়েব সাইটে গত ৯ই জুলাই মেধাক্রম তালিকায় এ তথ্য নিশ্চিত করেন৷ জানা যায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৪ বছরে মোট ৮ টি সেমিস্টারের সমাপনী পরীক্ষা হয়। এতে ১ম থেকে ৮ম পযর্ন্ত টানা সবগুলো সেমিস্টারে এ+ পেয়ে আউট অব ৪ এর মধ্যে সিজিপিএ ৪ অর্জন করেন ৷ বিটিইবি সূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশে এবছর ডিপ্লোমা -ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে সিজিপিএ ৪ অর্জন করেন ১০ টি পলিটেকনিক ইনস্টিটিউটের ১২ জন শিক্ষার্থী৷ তার মধ্যে র ্যাঙ্কিং এ ভোলার এ শিক্ষার্থী প্রথম। মেধা তালিকায় প্রথম হওয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ১৪ই জুন বুধবার বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের হলরুমে তাকে মেধাবৃত্তি ও স্কোলারশীপ সনদ প্রদান করেন । এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, শিক্ষা প্রতিমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল,কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোঃ আলী আকবর খানসহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। আল আমিন ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া ৭ নং ওয়ার্ডের নান্নু মিয়ার ছেলে৷ পাচঁ ভাই-বোনের মধ্যে আল আমিন চতুর্থ। আল আমিনের বাবা পেশায় একজন ক্ষুদে কৃষক৷ সে ২০১৭ সালে জাঙালিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। সহপাঠীদের কাছে আল আমিন খুব সহযোগী ও সহমর্মী। মেধাবী এ ছাত্রের ভবিষ্যৎ প্রত্যাশা উচ্চ শিক্ষা লাভ করে বিশ্বমানের প্রযুক্তিবিদ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান। সে পিতা-মাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষকমণ্ডলীসহ যারা আজকের পর্যায়ে আসতে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন৷ ভোলা দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ নিলুফার ইয়াসমিন বলেন, আমাদের ছাত্র আল আমিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এতে আমরা অনেক খুশি এবং আনন্দিত। এই অর্জন শিক্ষার্থীর পাশাপাশি প্রতিষ্ঠানেরও গৌরভ আগামীতেও এ ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। যাতে তারা দেশের দক্ষ মানবসম্পদ গড়ে উঠতে পারে। আল আমিনের বাবা নান্নু মিয়া বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমার ছেলে এই ধরনের সম্মাননা পাওয়ায়। একজন পিতা হিসাবে এটা আমার জন্য বড় প্রাপ্তির। সবার কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি যেন সে বড় হয়ে দেশের সেবা করতে পারে।
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক