অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ রাত ০৮:০৭

remove_red_eye

৪২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিনে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সুইডেনের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সংস্থার পরিচালক (কর্মস‚চি) হুমায়ুন কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, আরো বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোশিয়েশনের সাধারন সম্পাদক মনিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির নীল রতন । এছারাও প্রজেক্ট কোঅডিনেটর পুস্টিবিদ মোঃ বাবুল আক্তার, প্রজেক্ট অফিসার মোছা: অফরোজা আক্তার, প্রজেক্ট ফ্যাসিলিট্যাটর মো: সফিকুর রহমান সফিক, সাচড়া ইউপি সচিব আতাউর রহমান, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবতনের প্রভাব মোকাবেলায় ঝুকিপুন জনগোষ্ঠির সহনশিলতা বৃদ্ধি ও নারিদের নেতৃত্বের সক্ষমতা তৈরীতে কাজ করার উপর বক্তারা সকলকে এগিয়ে আসার আহবান জানান।