অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কিশোর কিশোরিদের মিনি ম্যারাথন দৌড়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ রাত ০৮:০৪

remove_red_eye

৩৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কৈশর কর্মসুচির সাংস্কৃতি ও ক্রীড়া কর্মকান্ডের আওতায় কিশোর কিশোরিদের মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলা খেয়াঘাট থেকে এ থেকে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরি ক্লাবের শতাধিক সদস্য অংশ নেয়। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৈশর কর্মসুচির আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরন করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। জিজেইউএস এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ পরিচালক আহসান উল্লাহ, সহকারী পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু, কর্মসুচির ফোকাল পার্সন মোঃ আলমগির হোসেন প্রমূখ। এছাড়াও কিশোর ক্লাবের বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও সনদ প্রদান করা হয়।