অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ফ্রিল্যাসিং শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ হস্তান্তর


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

৩৫৪

তজুমদ্দিন প্রতিনিধি : নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টারের আয়োজনে ও ভোলা-৩ আসনের (তজুমদ্দিন-লালমোহন) সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওনের বড় ছেলে ইশরাক চৌধুরী নাওয়ালের পরিকল্পনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সংক্রান্ত প্রস্তুতিমমূলক সভা অনুষ্টিত হয়েছে। নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টারের পরিচালক সাদির হোসেন রাহিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব নুরুল চৌধুরী শাওন এমপি উপস্থিত থেকে ফ্রিল্যান্সিং শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ হস্তান্তর করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগম, আ'লীগ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন,ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল্যাহ কিরন, রিপোটার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন প্রমুখ।