অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বেলারুশে পারমাণু অস্ত্রের ওয়ারহেড পাঠিয়েছেন পুতিন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুন ২০২৩ বিকাল ০৫:৫৬

remove_red_eye

২০৬

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার নিশ্চিত করেছেন রাশিয়া তার মিত্র বেলারুশের কাছে পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে। দেশটি ইউক্রেনের সীমান্তবর্তী।
পুতিন একটি বার্ষিক অর্থনৈতিক ফোরামে বলেন, ‘পারমাণবিক ওয়ারহেডগুলো প্রথমবার বেলারুশের ভূখন্ডে পৌঁছে দেওয়া হয়েছে।’ এই ফোরাম বৈঠকে এএফপি এবং রাশিয়ার ‘বন্ধু নয়’ এমন দেশের মিডিয়ার প্রবেশাধিকার ছিল না।
রাশিয়ান নেতা মার্চ মাসে তুলনামূলক কম শক্তিশালী কৌশলগত পারমাণবিক অস্ত্র পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
পুতিন বলেন, ‘গ্রীষ্মের শেষের দিকে, বছরের শেষ নাগাদ, আমরা বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র হস্তান্তর করার প্রক্রিয়াটি শেষ করব।’
কৌশলগত পারমাণবিক অস্ত্র হল যুদ্ধক্ষেত্রের অস্ত্র, বিধ্বংসী হলেও দূরপাল্লার কৌশলগত অস্ত্রের তুলনায় এর ক্ষয়ক্ষতি কম।
বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো রাশিয়ার ইউক্রেন আক্রমণের জন্য একটি লঞ্চ প্যাড হিসেবে তার ভূখন্ড ব্যবহারের অনুমতি দিয়েছেন।
বেলারুশের সঙ্গে ইউক্রেনের পাশাপাশি ইইউ এবং ন্যাটো সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার সীমান্ত রয়েছে।
পুতিনের ঘোষণা পারমাণবিক সংঘাতের আতঙ্ক বাড়িয়েছে, তবে বিশেষজ্ঞরা এবং সরকারগুলো বলেছে, এটি সংঘাতের গতিপথ পরিবর্তন করবে এমন সম্ভাবনা কম।

সুত্র বাসস





আরও...