অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় নারীর চোখে বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও প্রচারনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৩১

remove_red_eye

৬৩৭






 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা জেলা শহরের এ রব স্কুল এন্ড কলেজ ও শহীদ জিয়া আদর্শ স্কুল এন্ড কলেজে বুধবার অনুষ্ঠিত হয়েছে নারীর চোখে বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও প্রচারনা। বয়ঃসন্ধিকালীন শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানো, মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও বাল্য বিয়ে রোধসহ কয়েকটি ইস্যুতে  কার্যক্রম হাতে নেন দেশেরকয়েক জন নারী সংগঠক। বুধবার দুটি স্কুলের পৃথক কর্মশালায় ৩শতাধিক ছাত্রী অংশ নেয়। কর্মশালায় বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ট্রাভেলটস অফ বাংলাদেশ-ভ্রমন কন্যা সামসুন নাহার সুমা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়ে আলোচনায় অংশ নেন রাবেয়া বসরী রাইসা,  নারীর চোখে বাংলাদেশ শিক্ষক আলোচানয় ছিলেন, সামসুন নাহার সুমা , খাদ্য-পুষ্টি ও পরিবেশ নিয়ে আলোচনায় অংশ নেন মিতালি মন্ডল, আত্মরক্ষা বিষয় নিয়ে অংশ নেন আছমা আক্তার । সার্বিক তত্বাবধানে ছিলেন, সহকারী সার্জন ডাঃ সাকিয়া হক, সহকারী সার্জন ডাঃ মানসী সাহা তুলি । দেশের ৬৪ জেলায় ১৫০০টি স্কুলে এ কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান আয়োজকরা।