অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান: এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২৩ রাত ০৯:১৯

remove_red_eye

২৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তরে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
সরকারের প্রতিটি উন্নয়নের সুফল মুহূর্তেই পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। উন্নয়নে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান। গ্রামীণ উন্নয়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো একধাপ যাচ্ছে দেশ।উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন সড়কের চলমান কাজের পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন,ভোলা এলজিইডির নির্বাহী প্রোকৌশল মোহাম্মদ ইব্রাহীম খলীল,লালমোহন উপজেলা এলজিইডির নির্বাহী প্রোকৌশল রাজীব সাহা,বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।

 





আরও...