অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে জমির বিরোধ নিয়ে হামলায় আহত-২


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:২৮

remove_red_eye

৭১৯


 দৌলতখানপ্রতিনিধি : দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জেওে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন । আহতরা হলেন, রফিকুল ইসলাম(৬০), রাকিবুল হাসান(১৭)। আহতরা ভোলা সদও হাসপাতালে চিকিৎসাধীন।  উপজেলার চরপাতা ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগে জানা গেছে,মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় ফখরুল মিয়া অন্য দুই পক্ষের বিরোধীয় জমির দলিল পত্র নিয়ে বটতলা বাজারের তরিকুল সিকদারের দোকানের সামনে আলাপ-আলোচনা করছিলেন।একপর্যায়ে প্রতিপক্ষ লিয়াকত আলীর ছেলে আমির হোসেনের নেতৃত্বে, ইউছুপ, ছালাউদ্দিন বাছেদ লাঠি সোটা নিয়ে রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাকিবকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শী বারেক সিকদার ও শাহে আলম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ফখরুল মিয়া জমির কাগজপত্র দেখছিলেন। ওই অতর্কিত হামলা করা হয়েছে।আহত রফিকুল ইসলামের বোন শাহাবরু জানান,তাদের পৈত্রিক সূত্রে পাওয়া ৮৪ শতাংশ ভোগ দখলীয় জমি প্রতিপক্ষ লিয়াকত আলীগংরা জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এনিয়ে আদালতে মামলা চলছে। শাহানুর আরো জানায়,জমিসংক্রান্ত বিরোধের জেরেই তার ভাই ও ভাতিজাকে পিটিয়ে আহত করে উল্টো তাদের বিরুদ্ধে দৌলতখান থানায় মামলা দায়ের কওে হয়রানি করছে। এ ব্যাপারে লিয়াকত আলীগংদের সাথে যোগাযোগের চেষ্টাকরের সম্ভব হয়নি।