অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে চায়ের পানি গড়ম করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোকানির মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুন ২০২৩ রাত ০৯:২৭

remove_red_eye

১৬১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় চায়ের জন্য পানি গড়ম করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মোঃ মনির হোসেন (৩০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার এলাকার নীলকমল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরযমুনা গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে ও দুলারহাট বাজারের ব্যবসায়ী ছিলেন। আজ বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরের দিকে দুলারহাট বাজারের কাপুর পট্টিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানান, মনির হোসেন র্দীঘ দিন ধরে দুলারহাট বাজারের কাপুর পট্টিতে চায়ের দোকান করেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে তার দোকানে কাস্টমারের জন্য চায়ের জন্য বিদ্যুৎ দিয়ে পানি গড়ম করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।