অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কমিউনিটি অপারেশন ম্যানুয়ালের উপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জুন ২০২৩ রাত ১০:১৭

remove_red_eye

৪৫৮



 বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় “টেকসই বন ও জীবিকা (সুফল)” প্রকল্পের আওতায় “কমিউনিটি অপারেশন ম্যানুয়াল” এর উপর ৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জুন) কোস্ট ট্রাস্ট সেমিনার হলরুমে উপকূলীয় বন বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকার বন ভবনের সুফল প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোলার উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সামাজিক বন বিভাগ বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা আ: আউয়াল সরকার, উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান।
বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বর্ণিত বিষয়ে বৃক্ষরোপন রক্ষণাবেক্ষণ ও বন নির্ভর জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করা গুরুত্বপূর্ণ বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বন বিভাগের সকল রেঞ্জ কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিট কর্মকর্তাগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন।