অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ইলিশায় উৎসব মুখর পরিবেশে টি-১০ ক্রিকেট লীগ শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:২১

remove_red_eye

১০৬৮


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ইলিশায় উৎসব মুখর আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার বিকালে  মাস ব্যাপী টি- টেন ( দশ) ক্রিকেট লীগ শুরু হয়েছে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ খেলার আয়োজন কওে পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ। লীগের উদে¦াধন করেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান। নিজামউদ্দিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ লীগের উদ্বোধন করা হয়। এ লীগে এলাকার ৯টি ওয়ার্ড থেকে ৯টি টিম অংশ নেয়। প্রতি টিমের নাম রাখা হয় দেশের নদীর নাম অনুযায়ী। এ গুলো হচ্ছে, মেঘনা একাদশ , তেঁতুলিয়া একাদশ, কীর্তনখোলা একাদশ, কর্ণফুলী একাদশ, তুরাগ একাদশ, যমুনা একাদশ, পদ্মা একাদশ, বুড়িগঙ্গা একাদশ, সুরমা একাদশ। উদ্বোধনী খেলায় অংশ নেয় কর্ণফুলী একাদশ ও বুড়িগঙ্গা একাদশ। এদিকে  এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। লীগের আহŸায়ক মোঃ শাহাবুদ্দিন জানান, প্রতি ওয়ার্ড থেকে টিম হওয়ায়, এলাকার মানুষ সম্পৃক্ত হন। এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক হোসেন শহীদ সরোয়ারদ্দি, ব্যবসায়ী হোসেন আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।