অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় নিহত জেলে ও ঝড়ে বিধ্বস্ত পরিবারের মাঝে অর্থ ও টিন বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

৮৬০

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ট্রলার ডুবিতে নিহত ১০ পরিবার ও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ ও টিন বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চরফ্যাসনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক নিহতদের পরিবার প্রতি ২৫ হাজার টাকা ও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বিধ্বস্ত পরিবারকে নগদ অর্থ ও টিন বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন,চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন,জেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ। অন্যদিকে ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল করে ঢেউ টিন, শুকনো খাবার ও নগদ ৬ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সরকারি এসব সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমুখ।
জেলা প্রশাসক জানান, যারা নিহত হয়েছে,তাদেরকে দাফনের জন্য নগদ ২৫ হাজার টাকা দেয়া হয় এবং তারা নিবন্ধিত জেলে হলে আইন অনুযায়ী তাদের পরিবার প্রতি ১ লক্ষ করে টাকা দেয়া হবে।