অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সফল ইউক্রেন আক্রমণ পুতিনকে আলোচনায় বাধ্য করবে : ব্লিংকেন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

২২৭

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন আশা প্রকাশ করেছেন, ইউক্রেনের সফল আক্রমণ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে আলোচনায় আনতে বাধ্য করবে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রী এন্তোনিও তাজানির সাথে যৌথ সংবাদ সম্মেলনে সোমবার ব্লিংকেন এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, দীর্ঘ আলোচিত আক্রমণ চলছে ইউক্রেনের প্রেসিডেন্ট এ আভাস দেয়ার পর যুক্তরাষ্ট্র আস্থাশীল যে তাদের সফলতা অব্যাহত থাকবে।
ব্লিংকেন আরো বলেন, পাল্টা হামলার সফলতায় দুটি জিনিস হবে। এটি যে কোন আলোচনার টেবিলে এর অবস্থানকে শক্তিশালী করবে এবং পুতিন যে যুদ্ধ শুরু করেছেন তা বন্ধে শেষ পর্যন্ত আলোচনা শুরুর দিকে তিনি নজর দেবেন।
সে অর্থে শান্তি আর দূরে নয়, কাছাকাছিই চলে আসবে বলে ব্লিংকেন উল্লেখ করেন।
এদিকে চীনের নেতৃত্বে আন্তর্জাতিক মধ্যস্থতায় রাশিয়া আলোচনা সমর্থন করে প্রকাশ্যে কথা বলেছে। যদিও এতে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, আলোচনার বিষয়ে রাশিয়া আন্তরিক নয়, মস্কো কেবল আঞ্চলিক লাভের বিষয়টিই দেখছে।
ব্লিংকেন বলেন, শান্তি হওয়া দরকার যথাযথ ও টেকসই।

সুত্র বাসস





আরও...