অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শিক্ষকগণই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করবে : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২৩ রাত ০৯:৪৮

remove_red_eye

৩১৭

 


তজুমদ্দিনে ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ যাত্রা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় শিক্ষকগণ কে স্মার্ট করার লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করছে শেখ হাসিনা সরকার। কারণ, শিক্ষকগণই স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরি করবেন।
সোমবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ১০৮টি সরকারী- প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ ও  ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও সদ্য নিয়োগপ্রাপ্ত ৮২জন সহকারী শিক্ষকের "নবীব বরণ" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ'লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম-সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফরিদ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জহিরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সম্পাদক একেএম কলিমুল্যাহ। প্রধান অতিথির বক্তৃতায় এমপি শাওন আরো বলেন, “মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যাত্রা শুরু।