অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে ১০ টাকার লাকি কুপনে যুবক জিতলেন মোটরসাইকেল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

৩০০




লালমোহন প্রতিনিধি : ১০ টাকা দিয়ে একটি লাকি কুপন কিনেন যুবক মো. রুবেল। ওই লাকি কুপনের ড্রতে তিনি পেয়েছেন ১ লক্ষ ৩০ হাজার টাকা দামের টিভিএস মেট্রো মডেলের মোটরসাইকেল। সোমবার বিকালে যুবক রুবেলের হাতে লালমোহন পৌরসভার কলেজপাড়া এলাকায় মোটরসাইকেলের চাবি তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। মোটরসাইকেল জয়ী রুবেল ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শনিবাড়ির বাসিন্দা।
জানা যায়, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে লাকি কুপন বিক্রি করা হয়। রোববার বিকালে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে ওই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। রাতে হয় লাকি কুপনের ড্র। এতে ৩১টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে প্রথম পুরস্কার ছিল ১ লক্ষ ৩০ হাজার টাকা দামের মোটরসাইকেল।
লাকি কুপনে প্রথম পুরস্কার জয়ী যুবক মো. রুবেল বলেন, খেলা উপলক্ষে যে টিকিট বিক্রি করা হয়েছে সেখান থেকে ১০ টাকা মূল্যের দুইটি টিকিট কিনি। যার মধ্যে একটিতে মোটরসাইকেল জিতেছি। এ পুরস্কার পেয়ে আমি সত্যিই আনন্দিত। এতো সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই সংশ্লিষ্টদের।
এ ব্যাপারে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. রাহাত আনোয়ার জানান, সমাজ থেকে অপরাধ প্রবণতা কমাতে স্থানীয় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নির্দেশনায় উপজেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করছে। প্রতিটি টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে লাকি কুপন ড্র’র-ও আয়োজন করা হয়। শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষেও এই লাকি কুপন বিক্রি করা হয়। রোববার রাতে স্বচ্ছভাবে তার ড্র অনুষ্ঠিত হয়। এতে রুবেল নামের এক যুবক প্রথম পুরস্কার মোটরসাইকেল জয়ী হন। এছাড়া আরো ৩০ জন পেয়েছেন বিভিন্ন ধরনের পুরস্কার।





আরও...