অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই: প্রতিমন্ত্রী পলক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুন ২০২৩ রাত ১০:৪৩

remove_red_eye

৩০৯

লালমোহন প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। দক্ষতা-যোগ্যতা অর্জন করতে পারলে এ দেশের কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ দ্রুত সকল সেবা পাবেন।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারা বিশ্বে ডিজিটালাইজেশন হয়েছে শহর থেকে গ্রামের দিকে। আর বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা ডিজিটালাইজেশন করেছেন গ্রাম থেকে শহরের দিকে। যার বড় প্রমান বাংলাদেশে ডিজিটালাইজেশন কাজ ২০১০সালে সর্বপ্রথম শুরু করেছিলেন বঙ্গোপসগারের তীরবর্তী ইউনিয়ন বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি মুকরি ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্বোধনের মাধ্যমে। এখন সেই ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে সারা বাংলাদেশে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনসহ ৮ হাজার ৬৬৩টি ডিজিটাল সেন্টার থেকে প্রতি মাসে এক কোটি মানুষকে সরকারের দুই হাজার ধরনের সেবা সল্প সময়ে সল্প খরচে আমরা দিয়ে থাকি। এর মাধ্যমে মানুষের দৌড় গোড়ায় আমরা সেবা পৌছে দিচ্ছি। দেশের মানুষকে সেবা নিতে এখন সরকারি দপ্তরে যেতে হয় না, সরকারি দফতর সবার বাড়িতে পৌঁছে গেছে। দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের আওতায় এসেছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সুশাসনের প্রতি আস্তা রেখে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে মেলার উদ্বোধন করে বক্তব্য দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাসম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফ্রি ল্যান্সার মো. সাদির হোসেন রাহিম, ব্রাকের প্রতিনিধি মো. ওবায়দুর রহমান, শারীরিক প্রতিবন্ধকতা দুর করে আইসিটি ব্যবহার করে নিজের কর্মসংস্থান তৈরী করা রবিন চন্দ্র মজুমদার, সফল ফ্রি ল্যান্সার বিবি ফাতেমা মীম ও মো. তানজিল প্রমুখ।
এদিকে ভোলা জেলায় এই প্রথম অনুষ্ঠিত হওয়া স্মার্ট কর্মসংস্থান মেলা উপলক্ষে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে হাজার হাজার তরুণ-তরুণী ও নারী-পুরুষদের ঢল নামে। বৃষ্টি উপেক্ষা করে লালমোহনে দিন ব্যাপী এ মেলায় দেশের প্রথম সারির ২৩টি স্বনামধন্য আইটি কোম্পানি অংশগ্রহণ করেন। মেলা উপলক্ষে অনলাইনে পাঁচ হাজার জব অপরচুনিটির অ্যাগেনিষ্টে ভোলার লালমোহন ও তজুমদ্দিনের তিন হাজার চাকরি প্রার্থী রেজিস্ট্রেশন করেন।
এছাড়াও মেলায় চার জন সফল ফ্রী লেন্সারকে সনদ দেয়া হয়। একই সাথে ৩০ জন স্মার্ট নারী উদ্যোক্তার মাঝে ৫০ হাজার টাকা করে বিতরণ করা হয়।
একই দিনে ডিজিটাল সংযোগ স্থাপন (ইউসি) প্রকল্পের আওতায় ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যশন ও মনপুরা উপজেলায় জয় সেট সেন্টার (স্মার্ট সর্ভিস, এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার) এর উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।





আরও...