অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় নারী ও শিশুদের জন্য সার্ভিস ডেস্ক উদ্বোধন করলেন পুলিশ সুপার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:৪২

remove_red_eye

৬০১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘‘মুজিববর্ষের অঙ্গীকার-পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে ভোলা সদর মডেল থানায় নারী, শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য পৃথক সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সার্ভিস ডেস্কের উদ্বোধন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এ ডেস্ক থেকে সেবা পাবে, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা। এদেরকে সেবা দেয়ার জন্য এখানে প্রতিনিয়ত একজন ডিউটি অফিসার কর্মরত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসিন খান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও পুলিশের বিভিন্ন দপ্তরের সদস্যরা।