অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সিরিয়ার গমের ফলন ২০২৩ সালে ১০ লক্ষ টনে দাড়াবে : প্রধানমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই জুন ২০২৩ বিকাল ০৪:৫৪

remove_red_eye

২৫৩

সিরিয়ার প্রধানমন্ত্রী হুসেইন আরনাস শুক্রবার বলেছেন, এই বছর দেশটির গমের ফলন ১০ লক্ষ টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ এই কথা জানায়।
আর্নাস কেন্দ্রীয় প্রদেশ হামা সফরের সময় এই মন্তব্য করেন। তবে এক প্রতিবেদনে বলা হয় এই বছর আনুমানিক সাড়ে তিন লক্ষ টন গম উৎপাদিত হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এই বছর গমের গুণমান ভাল।
ভাল ফসলের আশা থাকলেও এখনও যুদ্ধ-পূর্ব গড় শস্য সংগ্রহের ৪১ লক্ষ টনের অনেক নিচে।
দেশটি ইতোপূর্ব গমে স্বয়ংসম্পূর্ণ ছিল তবে গৃহ যুদ্ধের কারণে এখন দেশীয় চাহিদা মেটাতে বিদেশ থেকে গম আমদানি করতে হচ্ছে।

সুত্র বাসস





আরও...