বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই জুন ২০২৩ রাত ০১:৩৬
৪৯৬
স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ
মলয় দে ।। দ্বীপ জেলা ভোলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের। শুক্রবার (০৯জুন) রাত সারে ৮টার দিকে ভোলা শহরের পৌরকাঠালী এলাকায় এ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।সজীব ওয়াজেদ এর সার্বিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক 'স্মার্ট বাংলাদেশ ' গড়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে।তারই ফলশ্রুতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের বাস্তবায়নে ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ভোলা সদর উপজেলার কাঠালী মৌজায় এ আইটি ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করা হয়।ভার্চুয়্যালী যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য , সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থেকে এই ফলক উন্মোচন করেন।
পরে জেলা পরিষদ হল রুমে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভার আলোচনা ও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে আলোচনা সভার শুভ সূচনা ঘটে।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরনে ১মিনিট নিরবতা পালন করা হয়।নিরবতা পালন শেষে বঙ্গবন্ধুর আদর্শ বিষয়ক "মুজিব চিরঞ্জীব "ও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরন শীর্ষক তথ্যচিত্র প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন,২০০৮ সালের নির্বাচনে আগে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ভিশন ঘোষণা করেছিলেন। সেই ডিজিটাল ভিশন এখন দৃশ্যমান।তিনি এখন ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।তার এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের দক্ষ তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ পলক সহ অনেকেই কাজ করে যাচ্ছে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গঠনে তাঁরই সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২১ সফলভাবে বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা, আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ সজীব ওয়াজেদ জয় এর সার্বিক নির্দেশনায় ২০৪১ সালের মধ্যে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। এরই একটি অংশ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার।
তিনি আরো বলেন, ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ ভোলাবাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব দূর হবে।তিনি আরো বলেন, ভোলায় ২ একর জমিতে ৭০ কোটি টাকা ব্যায়ে ৬ তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনবিউবেশন সেন্টার করা হবে। এটি কাজ শেষ হলে প্রতিবছর এক হাজার তরুন-তরুনী প্রশিক্ষণ নিতে পারবে। তিনি বলেন,আগামী ৬ মাসে ভোলা জেলা যে ৭ টি উপজেলা রয়েছে সেখানকার ৫শত ৮০জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষন দিয়ে তাদের ইন্টার্শিপ করিয়ে তাদের প্রত্যেক কে ২০হাজার করে টাকা দেয়া হবে।ভোলায় সরকারি ও বেসরকারি ১৬শত ৮০টি প্রতিষ্ঠানে হাইস্পিড ইন্টারনেট সেবা প্রদান করা হবে। আগামী ৬ মাস বা ১ বছরের ৬টি উপজেলায় জয় স্মার্ট ইমপ্লোইমেন্ট ট্রেনিং সেন্টার নির্মান কাজ শেষ করা হবে । আজকে আমরা ভিত্তি প্রস্তর স্থাপন করলাম।এছাড়াও শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পুরো জেলায় ১শ টির মতো স্থাপন করা হয়েছে।আমরা আগামী অর্থ বছরে ১শত ১০টি শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করার কথাও তিনি বলেন।
আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইটি ইন্ডাস্ট্রিতে যেনো ব্যাপক পরিসরে কাজ করতে পারেন সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাইটেক পার্কও স্থাপন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে, বঙ্গবন্ধুর আদর্শে রাজনৈতিক অঙ্গনে একজন নক্ষত্র হিসেবে ভোলার নামকে দেশে এবং বিদেশে তুলে ধরেছেন, মর্যাদার সম্মানের আসনে নিয়ে গেছেন, তেমনি আমার বিশ্বাস ভোলার ভবিষ্যত প্রজন্মও প্রযুক্তির অঙ্গনে এক এক জন উজ্জ্বল নক্ষত্র হয়ে ভোলার এই আইটি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে ভোলাকে তুলে ধরবে। এখান থেকে ট্রেনিং নিয়ে আইটি সেক্টরে নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এসময় প্রতি মন্ত্রী আরও বলেন, বর্তমান সময়ে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সকলের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব নয়, এখন আইটি সেক্টরের দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের তরুণ তরুণীদের নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। ভোলার তরুণ তরুণীদেরে আর চাকরির সন্ধানে দৌড়াতে হবে না। ঘরে বসেই বিশ্বের বড় বড় কোম্পানিতে কজ করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের যে ভিশন আমাদের সামনে দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভোলার স্মার্ট উদ্যোক্তারা ভূমিকা রাখবে। দেশের প্রতিটি জেলায় একটি করে আইটি ট্রেনিং সেন্টার নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে ভোলাসহ ১১ টি নির্মাণ করা হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ রেজাউল করিম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. রিয়াজুর রহমান (বিপিএম), ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনিকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (উপসচিব) রাজা মুহম্মদ আব্দুল হাই, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর কাদের মজনু মোল্লা।
অনুষ্ঠান শেষে ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। যার প্রথম ধাপে ১১টি জেলার মধ্যে ভোলায় আজ এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এবং বাংলাদেশ সেনাবহিনীর সার্বিক তত্ত্বাবধানে ১১টি জেলায় প্রায় ৭৯১ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
ভোলায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান মাইনুল আলমের ইন্তেকাল
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও মৎস্যলীগের তিন নেতা গ্রেফতার
ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান
নির্বাচনে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে : আইজিপি
যথাযোগ্য মর্যাদায় বিজিবি দিবস উদযাপিত
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান
আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা
তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক