অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভূত ৫ ইসরাইলিকে গুলি করে হত্যা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই জুন ২০২৩ বিকাল ০৪:৩০

remove_red_eye

২৪৪

ইসরাইলের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি কার ওয়াশ কেন্দ্রে ফিলিস্তিন বংশোদ্ভুত পাঁচ ইসরাইলিকে গুলি করে হত্যা করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, চলতি বছর এ ধরনের বন্দুক হামলার ঘটনায় নিহত আরব ইসরাইলিদের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়ালো।
এ হামলার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেথ সম্প্রদায়টির ক্রমবর্ধমান অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলায় সহায়তা করবে।
পুলিশ জানায়, নাজারেথের ঠিক পশ্চিমে ইয়াফিয়া নামক একটি আরব গ্রামে এ ভয়াবহ হামলা চালানো হয়।
এক বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্দেহভাজনদের গ্রেফতারে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
ঘটনাস্থল থেকে কথা বলার সময় পুলিশ মুখপাত্র এলি লেভি সরকারি সম্প্রচার কেন্দ্র কান’কে বলেন, ‘এক বা একাধিক ব্যক্তি’ ওই কার ওয়াশ কেন্দ্রে লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে।
উল্লেখ্য, ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ আরব ইসরাইলি। তারা ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরাইল গঠনের পর তারা তাদের ভূমিতে থেকে যায়।

সুত্র বাসস





আরও...