অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সপ্তাহ ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৮:১৯

remove_red_eye

৮৩১


র্বালার কণ্ঠ প্রতিবেদক: বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ভোলায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে ও বেলুন উরিয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক। এর আগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয় সরকারি বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) আতাহার মিঞার সভাপত্বিতে এসময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মামুন আল ফারুক, এসএমই ফাউন্ডেশনের অতিরিক্ত মহা ব্যবস্থাপক সুমন সাহা, বিসিকের উপ ব্যবস্থাপক মো: সোহাগ হোসেন প্রমুখ। এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে ও ভোলা জেলা প্রশাসনের স্বার্বিক ব্যবস্থাপনায় এ মেলায় ছোট বড় মোট ৫০টি স্টল স্থান পেয়েছে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে।