অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা-২ আসনের এমপিকে হত্যার হুমকি গ্রেফতার হয়নি ইউপি চেয়ারম্যান বিক্ষোভে উত্তাল দৌলতখান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২৩ রাত ০৯:৪৭

remove_red_eye

২৭৭



 


বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকী দেয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনকে গ্রেফতার ও বিচার দাবিতে এবার উত্তাল দৌলতখান উপজেলা। বৃহস্পতিবার বিকালে নাগরিক ঐক্য ফোরামের ব্যানারে শিক্ষক,  সাংবাদিক, জেলে, এনজিওকর্মী, ইউপি চেয়ারম্যান, নারী নেত্রী,  রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় আন্দোলনকারীদের নেতা  সাবেক কলেজ অধ্যক্ষ শফিকুল মাওলা ফারুক  অভিযোগ করে বলেন,  সন্ত্রাসী পুত্র আটকের পর পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে এমপির সুপারিশ না পাওয়ায়   বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার প্রকাশ্যে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে হত্যার হুমকী দেয়। এমন হুমকীর ৬ দিনেও  পুলিশ অভিযুক্ত আলাউদ্দিনকে গ্রেফতার করতে পারে নি। এর আগে বোরহানউদ্দিন উপজেলায়  অভিযুক্তের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে নাগরিক সমাজ ও আওয়ামী লীগ। ওই সময় ২৪ ঘন্টার আলটিমেটাম ঘোষনা করা হয়। ওই সময়সীমা পার হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাকে খুঁতে বিশেষ টিম কাজ করছে। তার অবস্থান ট্রাকিং করা হচ্ছে। সে বড়ই চতুর। তার মোবাইফোন বিভিন্ন স্থানে ব্যবহার হচ্ছে। এদিকে দৌলতখানের সমাবেশে বক্তব্য রাখেন ,  অধ্যক্ষ মাওলানা মোহসেন , অধ্যক্ষ জাবির হাসনাইন জাকির, প্রধান শিক্ষক এমএ তাহের, প্রেসক্লাব সম্পাদক মেহেদী হাসান শরীফ। সমর্থন জানান, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই,  ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মাস্টার, ইউপি চেয়ারম্যান বশির সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান নয়িাছিন লিটন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মনজুর আলম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান  নাছির উদ্দিন নান্নু, । আলাউদ্দিনকে গ্রেফতারে  পুলিশের অভিযান আরো জোরদার করা হবে বলে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন  আন্দোলনকারীদের আশ্বস্ত করলে  সন্ধ্যায় আন্দোলন কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়।