অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় সিপিপির স্বেচ্ছাসেবকদের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতি বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২০ রাত ০৮:১৩

remove_red_eye

৬২৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলায় ঘূর্ণীঝড় প্রস্তুতি  কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবকদের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার  ঘূর্ণীঝড় প্রস্তুতি  কর্মসূচির (সিপিপি) এর আয়োজনে সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ১৩০৫ জন স্বেচ্ছাসেবকদের মধ্যে এই সাংকেতিক যন্ত্রপাতি বিতরন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এর  অতিরিক্ত সচিব মো: ফয়জুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রান  মন্ত্রনালয়ের পরিচালক ( প্রশাসন) আহমদুল হক। স্থানীয় সরকার এর উপ-পরিচালক মাহামুদুর রহমান এর সভাপত্বি আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম,পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলা এর উপ-সহকারী পরিচালক মো: জাকির হোসেন, সিপিপি ভোলার উপ-পরিচালক মো:শাহাবুদ্দিন,সহকারি-পরিচালক মুন্সি নূর মোহাম্মোদ,উপজেলা টিম লিডার আবুল হাসনাত তসলিম প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে ১৩ ধরণের সামগ্রী বিতরণ করা হয়। এ গুলোর মধ্যে রয়েছে,  মেগাফোন, হেন্ডসাইরেন, সংকেত পতাকা, টর্চলাইট, লাইফজ্যাকেট,রেইনকোট, গামবুট, হার্ডহেড  (হেলমেট), প্রাথমিক চিকিৎসা বক্স, উদ্ধার সামগ্রী বক্স, স্টেচার এবং পতাকার খুটি।