অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে নতুন শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:২০

remove_red_eye

৬৪৮

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস কে স্বরনীয় করে রাখতে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন শহীদ মিনার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন, কলেজ কমপ্লেক্সে একটি নতুন ১ তলা বিশিষ্ট নতুন ভবন ও আইসিটি ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি। শুক্রবার বেলা ১১টায় সরকারি আব্দুল জব্বার কলেজ এর সকল স্থাপনা উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ শিক্ষক মিলনায়তনে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আলী আজম মুকুল বলেন, ৭১ এর অর্জন জানতে হলে ৪৮, ৫২, ৬৯ ও ৭০ এর প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। জানতে হবে কত ত্যাগের বিনিময় আমাদের লাল সবুজ পতাকা অর্জন করতে হয়েছে। তিনি আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা পাহাড় পরিমান বুক ভরা কষ্ট নিয়েও বাংলাদেশের অগ্রগতির জন্য দিন-রাত যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তা বিশ্বের ইতিহাসে বিরল। কারণ এ বাংলার মাটিতে তার মত এত আপন জন একসাথে হারানোর ব্যথা বিশ্বের ইতিহাসে আর কারো নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী, পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম গজনবী, ভাইস প্রিন্সিপাল মোফাজ্জল হোসেন প্রমূখসহ কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।