অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুন ২০২৩ রাত ০৯:৪৮

remove_red_eye

৬১৯

এইচ আর সুমন: ভোলা জেলা শ্রমিক দল ও সদর উপজেলা শাখা শ্রমিক দলের সদ্য ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে জেলা শ্রমিক দলের ব্যানারে শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
বুধবার বিকালে ভোলা হাট খোলা জামে মসজিদের সামনে থেকে ঝাড়ু বিক্ষোভ  মিছিল টি বের হয়ে ভোলা জেলা যুবদলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা যুবদলের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন শ্রমিক দলের নেতৃবৃন্দরা। ভোলা জেলা পরিবহন শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রহমান বক্তব্যে  বলেন, আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত ১৩/০৩ ২০২৩ইং তারিখে  ৭১ সদস্য ও বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদেরকে বঞ্চিত করে পকেট কমিটি দেওয়া হয়েছে,এমক কি ভোলায় গণতান্ত্রিক অধিকারের আদায়ের বিদ্যুৎ গ্যাস ও দ্রব্যমূল্যর কমানোর প্রতিবাদে গত ৩১ জুলাই ২০২২ ইংরেজি তারিখে পুলিশ ও বিএনপির সংঘর্ষের  আলিনগর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। সেই আলামিন কে কমিটিতে স্থান দেওয়া হয়নি। ভোলা জেলা শ্রমিক দলের কমিটি ঘোষণার নেপথ্যে রয়েছেন
  বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক ।  জিএম ফারুক গত ১০ বছরেও ভোলাতে কোন মিছিল মিটিং ও আলোচনা সভাতে আসেননি। কমিটি করার আগে সকলের সাথে সমন্বয় করেননি।  এই কমিটি অনুমোদন করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জাননাই ।কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ও ভোলা জেলা বিএনপির কাছে আমাদের আকুল আবেদন ভোলা জেলা ও উপজেলা শাখা কমিটির বাতিল করে পুনরায় নতুন করে  আয়বায়ক কমিটি দেওয়া হোক, এবং বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ সময় উপস্থিত ছিলেন  ,জেলা   ভোলা জেলা পরিবহন শ্রমিক দলের সহ-সভাপতি ও পৌর যুব দলের সাবেক সভাপতি ও ভোলা সদর উপজেলার সাবেক আয়বায়ক আব্দুর রহমান আপন, বর্তমান জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোদাচ্ছেরূল হক খোকন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সোহাগ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, ভোলা সদর উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ  মামুন, ভোলা জেলা শ্রমিক দলের বর্তমান নির্বাহী সদস্য হোসেন খন্দকার প্রমুখ। তবে এ ব্যাপারে ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহীদুল আলম মানিক জানান,  শ্রমিক দলের সাথে যুক্ত নন কিছু ভাড়াটে লোক জেলা শ্রমিক দলের কমিটি গঠনের বিরুদ্ধে শহরে মিছিল করেছে। তারা শ্রমিক দলের কেউ না। বহিরাগত লোক।  তারা কিছু লোকের ইশারায় চলে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।