অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পলিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:১৮

remove_red_eye

৬৮২

চরফ্যাসন প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ভোলার চরফ্যাসনে যথাযথভাবে পালন করা হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে বাংলা ভাষা  শহীদদের স্মরণে উপজেলা শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যেমে পুষ্পস্তবক অর্পণ করেন চরফ্যাসন উপজেলা  প্রশাসন, উপজেলা পরিষদ ও পৌরসভা ,আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মহাজন, পৌরসভা আ’লীগের সভাপতি বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, প্রেসক্লাব সহ-সভাপতি ইয়াছিন আাফাত প্রমুখ।