অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


অসম্প্রদায়িক চেতনায় বাঙ্গালিকে সামনের দিকে চলার পথে প্রেরণা জোগায় একুশ- এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:০৮

remove_red_eye

৫৮৭


জসিম জনি,লালমোহন  : মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লালমোহনে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, প্রভাত ফেরি, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তাই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে শিখেছে। বাংলা ভাষার জন্য যে আন্দোলন ও রক্ত ঝড়েছে তা আজ সারা বিশ্বের সকল নাগরিকের সত্য ও ন্যায়ের অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অসম্প্রদায়িক চেতনায় বাঙ্গালিকে সামনের দিকে চলার পথে প্রেরণা জোগায় একুশ।
শুক্রবার সকাল ৯টায় লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে ইউএনও হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরো অনেকে।