অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:২২

remove_red_eye

২০০

জেলায় আজ বুধবার থেকে প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। সকাল দশটায় স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
এ সময় জেলা প্রশাসক বলেন, ক্রীড়া-বান্ধব বর্তমান সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়াদল সুনাম বয়ে আনছে। এ ধারা ভবিষ্যতের দিনগুলোতে আরো বেগবান হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকতারুজ্জামান।
জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, টুর্ণামেন্টে জেলার সাতটি উপজেলার ২০টি কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করছে। আগামী ১২ জুন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

সুত্র বাসস