অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় শুরু হয়েছে ৭ দিন ব্যাপী অমর একুশে বইমেলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:০১

remove_red_eye

৬৮৪



 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলায় শুরু হয়েছে ৭ দিন ব্যাপী অমর একুশে বইমেলা। শহরের  ওবায়দুল হক মহাবিদ্যালয়ের মাঠে ফিতা কেটে ও বেলুন উরিয়ে  ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক অমর একুশে বইমেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্বার্বিক) আতাহার মিঞা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাফিয়া খাতুন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মামুন আল ফারুক, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিতাব রায় অপু প্রমুখ। এ মেলায়  মোট ১৬টি স্টল স্থান পেয়েছে। উদ্বোধনী দিনেই মেলায় বইপ্রেমী পাঠকদের সমাগম ছিল চোখে পড়ার মতো। এছাড়াও মেলার মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।