অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতনের অভিযোগ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুন ২০২৩ রাত ০৮:৩৪

remove_red_eye

৩২৮

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শশুড়-শাশুড়ি ও দেবরের হাতে শারীরিক নির্যাতনের শিকার ওই গৃহবধূকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কেয়ামূল্লাহ গ্রামের মফিজের ছেলে রুবেলের সাথে দুই বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় একই গ্রামের আঃরবের মেয়ে শিরিনা বেগমের। বিয়ের সময় শশুড় বাড়ি থেকে যৌতুক হিসেবে নগদ ২লাখ টাকা নেয় রুবেলের পরিবার। শিরিনা জানান, কিছুদিন যাবৎ ছেলে ব্যবসা করবে এমন কথা বলে রুবেলের মা বাবা আমার বাবার কাছ থেকে টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে। টাকা এনে দিতে না পারায় বিভিন্ন অজুহাতে আমার স্বামী আমাকে মারপিট করে। গত শনিবার রাত ৯ টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে শশুড় মোঃ মফিজ, শাশুড়ী ফাতেমা, দেবর রাকিব ননদ ফাহিমা মিলে আমাকে এলোপাতাড়ি মারপিট করে। পরে আত্মীয় স্বজনরা আমাকে তজুমদ্দিন হাসপাতালে এনে ভর্তি করে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।